বাকেরগঞ্জে ৭০ বস্তা চোরাই ডালসহ ৩ চোর গ্রেপ্তার
বরিশালের বাকেরগঞ্জে ৭০ বস্তা চোরাই ডালসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় পার্শ্ববর্তী উপজেলা বাউফলের কালাইয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলামের সঙ্গীও ফোর্স বাউফলের কালাইয়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রলারে করে চোরাই ডাল পরিবহনের সময় তিনজনকে আটক করা হয়। পরে ট্রলার তল্লাশি করে ৭০ বস্তা খেসাড়ি ও মুগ ডাল উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, কলসকাঠী বাজারে ব্যবসায়ী দেবাশীষ কুন্ড দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ৩০ সেপ্টেম্বর বাজারে তার গোডাউনে তালা মেরে বাড়িতে চলে গেলে এই চোর চক্র তার গোডাউন থেকে ৭০ বস্তা ডাল চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় দেবাশীষ কুণ্ড গতকাল বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চোরাই মাল বিক্রির সময় এই চোর সিন্ডিকেটের তিনজনকে পার্শ্ববর্তী উপজেলা বাউফলের কালাইয়া থেকে গ্রেফতার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামের আঃ বারেক প্যাদা পুত্র মোঃ নিজাম প্যাদা (৩৫) ও একই গ্রামের আঃ মালেক প্যাদার পুত্র রাসেল (২৭) ও ক্ষুদ্রকাঠি গ্রামের আনোয়ার হাওলাদারের পুত্র মোঃ পিন্টু হাওলাদার। তারা দীর্ঘদিন ধরে এলাকায় চোরাই পণ্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গতকাল ৭ অক্টোবর কলসকাঠীর বাসিন্দা দেবাশিষ কুণ্ড তার গোডাউন থেকে ডাল চুরির ঘটনায় থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর গতকাল থানা পুলিশ অভিযানে নামলে চোরাই ডাল সহ তিন চোরকে গ্রেফতার করে। উদ্ধার করা ডালের বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ সকাল ১০ টায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।










