বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

‘মাইনাস ওয়ান’ ফর্মুলা : পিটিআইর ভেতরেই দ্বন্দ্ব তীব্র

পাকিস্তানে ইমরান খানকে নিয়ে মাইনাস ওয়ান ফর্মুলায় নতুন ষড়যন্ত্র

দৈনিক সিরাজগঞ্জ টাইমস প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:১০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
পাকিস্তানে ইমরান খানকে নিয়ে মাইনাস ওয়ান ফর্মুলায় নতুন ষড়যন্ত্র

ইমরান খান

পাকিস্তানের রাজনীতিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভবিষ্যৎ নিয়ে তীব্র উত্তেজনার মধ্যে ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা আবারও আলোচনায় এসেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, তাদের প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। এই প্রচেষ্টাকে তারা ‘ঘৃণিত ক্যাম্পেইন’ হিসেবে অভিহিত করেছে।

https://ruposhitv.com/wp-content/uploads/2025/06/ইমরান-খান.webp
ইমরান খান

পিটিআইর অভিযোগ: ষড়যন্ত্রের মূল কারিগর

পাকিস্তানে ইমরান খানকে নিয়ে মাইনাস ওয়ান ফর্মুলায় নতুন ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে পিটিআ্পই। পিটিআইর মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম পিএমএল-এন নেত্রী আজমা বুখারির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “একটি রাজপ্রাসাদ-সমর্থিত ষড়যন্ত্র চলছে, যার উদ্দেশ্য পিটিআইকে ভেতর থেকে ধ্বংস করা।” তিনি আরও জানান, এই পরিকল্পনার মাধ্যমে ইমরান খানকে রাজনৈতিকভাবে বাদ দেওয়ার চেষ্টা চলছে।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর আরও সরাসরি অভিযোগ করে বলেন, “এই ষড়যন্ত্রের লক্ষ্য খাইবার পাখতুনখাওয়ায় ‘গভর্নর শাসন’ জারি করে পিটিআই সরকারকে উৎখাত করা।” তিনি জোর দিয়ে বলেন, “ইমরান খান পিটিআইর মূল শক্তি। তিনি যদি বলেন, আমি এক মিনিটের মধ্যে সরকার ছাড়ব। এই সরকার তাঁরই।”

পিএমএল-এন’র পাল্টা অভিযোগ

পিএমএল-এন নেত্রী আজমা বুখারি পাল্টা দাবি করে বলেন, “ইমরান খানকে তাঁর নিজের দলের সদস্য এবং বোন আলিমা খান কোণঠাসা করেছেন।” তিনি আরও বলেন, “যিনি একদিন নওয়াজ শরিফকে রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন, তিনি নিজেই আজ দলে উপেক্ষিত।” আজমা অভিযোগ করেন, আলিমা খান এবং পিটিআইর সামাজিক যোগাযোগমাধ্যম টিম গান্ডাপুরের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।

তিনি আরও দাবি করেন, পিটিআই বর্তমানে তিনটি গোষ্ঠীতে বিভক্ত। কেন্দ্রীয় পর্যায়ে তিনটি গ্রুপ এবং খাইবার পাখতুনখাওয়ায় জুনায়েদ আকবর, আতিফ খান এবং বিদ্রোহী সদস্যদের নেতৃত্বে তিনটি পৃথক গোষ্ঠী রয়েছে।

পাঞ্জাব বনাম খাইবার পাখতুনখাওয়া

আজমা বুখারি দাবি করেন, “পাঞ্জাব এখন সুশাসন, যোগ্যতা এবং স্বচ্ছতার প্রতীক। অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়া গত ১২ বছর ধরে দুর্নীতি ও অযোগ্যতার কবলে।” তিনি গান্ডাপুরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “প্রাদেশিক বাজেট সময়মতো পাস না হলে তাঁকে পদত্যাগ করতে হতো।”

জবাবে গান্ডাপুর বলেন, “আমাদের বাজেট সেরা। ইমরান খানের নির্দেশনা অনুযায়ী আমরা যেকোনো পরিবর্তন আনতে প্রস্তুত।” তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার আর্থিক জরুরি অবস্থা এবং গভর্নর শাসন জারির মাধ্যমে প্রাদেশিক সরকার দখলের পরিকল্পনা করছে।

পিটিআইর দৃঢ় অবস্থান

পিটিআইর মুখপাত্র শেখ ওয়াকাস বলেন, “ইমরান খানকে ‘মাইনাস’ করার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। জনগণ তাঁকে আরও শক্তিশালী করেছে।” তিনি সরকার-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে দল ভাঙার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, “ইমরান খান শুধু পিটিআইর নেতা নন, তিনি জাতির নেতা। তিনি পাকিস্তানের আশার প্রতীক।”

তিনি আরও বলেন, “আমরা আগেও ষড়যন্ত্রের ঝড় পেরিয়েছি, এবারও পারব। শাসক গোষ্ঠী এবং তাদের সমর্থকরা আবারও ব্যর্থ হবে।”

পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানকে কেন্দ্র করে চলমান এই উত্তেজনা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। পিটিআই এবং পিএমএল-এন’র মধ্যে এই দ্বন্দ্ব কীভাবে সমাধান হবে, তা নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক সমীকরণের উপর।

বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম
বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদকব।। রিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট রোড এলাকার পপুলার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি ইনচার্জ (এসআই) গোলাম মোঃ নাসিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নগরীর পোর্ট রোডে অবস্থিত পপুলার হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে। তারই সূত্র ধরে বুধবার রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, নগরীর পোর্ট রোড ও লঞ্চঘাট এলাকার আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। সে মোতাবেক বুধবার রাতে পপুলার হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নগরীর কোন হোটেলেই অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া হবে না। এমন অভিযোগ পেলে অভিযান চালানো হবে।’

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লেখক-কবি ও সাংবাদিক এস এম পলাশ গুরুতর আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫১ পিএম
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লেখক-কবি ও সাংবাদিক এস এম পলাশ গুরুতর আহত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাকেরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, লেখক, কবি, সাংবাদিক, পরিচালক রূপসী টিভি, বাংলা টিভির প্রতিনিধি এবং ঢাকা সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম পলাশ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকেল পাঁচটার দিকে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডের উত্তর পাশে যুগি বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সামনে হঠাৎ একটি কুকুর পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি এস এম পলাশের মোটরসাইকেলের উপর উঠে যায়।

দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে তিনি বরিশাল শেরই বাংলা মেডিকেলে অর্থোপেডিক বিভাগে  চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার নির্দেশদাতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৭ পিএম
নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার নির্দেশদাতা গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লা (৩৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার লতিফ মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি গ্রামের মাওলানা বাহাউদ্দিনের ছেলে। এ ছাড়া একই মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম অভি মন্ডল রঞ্জু (২৯)। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বাসিন্দা এবং বিল্লাল মন্ডলের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামি অপু কাজীর ১৬৪ ধারার জবানবন্দিতে লতিফ মোল্লার নাম উঠে আসে। তার নির্দেশেই কবর থেকে নুরাল পাগলার মরদেহ উত্তোলন করা হয়েছিল। পরে অভিযান চালিয়ে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, লতিফ মোল্লা নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, জখম, হত্যা এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সোমবার গভীর রাতে নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেন। এতে অজ্ঞাতনামা সাড়ে তিন থেকে চার হাজার জনকে আসামি করা হয়েছে।