শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

শ্রীলঙ্কা টেস্টে এনামুল বিজয়ের ধারাবাহিক ব্যর্থতা

দুইবার জীবন পেয়েও শূন্য রানে ফিরলেন বিজয়

দৈনিক সিরাজগঞ্জ টাইমস প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১২:১৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
দুইবার জীবন পেয়েও শূন্য রানে ফিরলেন বিজয়

আবারো হতাশ করলেন বিজয়

শ্রীলঙ্কা সফর বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয়ের জন্য ক্রমশ দুঃস্বপ্নে রূপ নিচ্ছে। এনামুল হক শ্রীলঙ্কা টেস্ট এর দ্বিতীয় ইনিংসেও দুইবার জীবন পেয়েও শূন্য রানে ফিরলেন বিজয়, রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডোর দুর্দান্ত বোলিংয়ে ১০ বল খেলে বোল্ড হয়ে ফিরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান, স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই।

দুইবার জীবন পেয়েও সুযোগ হাতছাড়া

দুইবার জীবন পেয়েও শূন্য রানে ফিরলেন বিজয় । এনামুল হক শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের তৃতীয় ওভারে এনামুল দুইবার ভাগ্যের সহায়তায় বেঁচে গিয়েছিলেন। আসিথা ফার্নান্ডোর প্রথম বলে স্লিপে ক্যাচ তুলে দিলেও উইকেটকিপার কুশল মেন্ডিস তা ধরতে ব্যর্থ হন। পরের বলেও স্লিপে আরেকটি ক্যাচ ওঠে, কিন্তু বল নিচু হয়ে যাওয়ায় দ্বিতীয়বারের মতো জীবন পান তিনি। তবে এই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি এনামুল। ফার্নান্ডোর পরের ওভারে অফ স্টাম্পের বাইরের একটি বল পাঞ্চ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে বল টেনে আনেন, ফলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।

গল টেস্টে ধারাবাহিক ব্যর্থতা

এনামুল হক শ্রীলঙ্কা টেস্ট এ এনামুলের ব্যাটিং পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রান করেন। এবারও শূন্য রানে ফিরলেন। মোট তিন ইনিংসে ৪০ বল খেলে তার সংগ্রহ মাত্র ৪ রান। এই ধারাবাহিক ব্যর্থতা তার ক্যারিয়ারের উপর প্রশ্ন তুলছে এবং সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।

কলম্বো টেস্টে বাংলাদেশের নতুন শুরু

শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হয়েছে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে। গল টেস্টের মতো এবারও টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে। টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, জাকের আলীর পরিবর্তে দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, আর চোটের কারণে ছিটকে গেছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কার হয়ে লাল বলে অভিষেক হচ্ছে অলরাউন্ডার সোনাল দিনুশার।

বাংলাদেশ একাদশ

  • সাদমান ইসলাম

  • এনামুল হক

  • মুমিনুল হক

  • নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)

  • মুশফিকুর রহীম

  • লিটন দাস (উইকেটকিপার)

  • মেহেদী হাসান মিরাজ

  • নাঈম হাসান

  • তাইজুল ইসলাম

  • নাহিদ রানা

  • ইবাদত হোসেন

শ্রীলঙ্কা একাদশ

  • পাথুম নিশাঙ্কা

  • লাহিরু উদারা

  • দিনেশ চান্ডিমাল

  • ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক)

  • কামিন্দু মেন্ডিস

  • কুশল মেন্ডিস (উইকেটকিপার)

  • সোনাল দিনুশা

  • থারিন্দু রত্নায়েকে

  • প্রবাথ জয়সুরিয়া

  • বিশ্ব ফার্নান্ডো

  • আসিথা ফার্নান্ডো

৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৭ জেলার নিম্নাঞ্চল | নদ-নদীর পানি বৃদ্ধি নিয়ে সতর্কতা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:৪৩ পিএম
৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৭ জেলার নিম্নাঞ্চল | নদ-নদীর পানি বৃদ্ধি নিয়ে সতর্কতা

আবহাওয়া বাংলাদেশের নদ-নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ৭ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

গভীর নিম্নচাপের প্রভাব

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের লঘুচাপ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে সাগর উত্তাল অবস্থায় রয়েছে এবং আগামী দুই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বর্ষণ নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি করতে পারে।

কোন কোন জেলায় প্রভাব পড়তে পারে

বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী—

  • চট্টগ্রাম বিভাগ: গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী দুই দিনে এই নদীগুলোয় পানি আরও বাড়তে পারে। ফেনী জেলায় মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। একই সময়ে চট্টগ্রাম জেলার ফেনী নদী সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হয়ে নদী তীরবর্তী এলাকা প্লাবিত করতে পারে।
  • রংপুর বিভাগ: তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এবং আগামী তিন দিনে তা সতর্কসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সাময়িকভাবে কমলেও পুনরায় বৃদ্ধি পেতে পারে।
  • ময়মনসিংহ বিভাগ: কংস নদীর পানি কমলেও সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি সমতল আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে। এর ফলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • উপকূলীয় জেলা: বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোয় স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার বিরাজ করছে, যা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে।

সম্ভাব্য পরিস্থিতি

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। তবে তৃতীয় দিনের পর অনেক নদীর পানি হ্রাস পেতে পারে।

করণীয়

বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয়দের সতর্ক থাকতে হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আগাম প্রস্তুতি নিতে হবে।

জমকালো আয়োজনে “দৈনিক রাজশাহীর আলো”র ১৫ বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৭:৫৬ পিএম
জমকালো আয়োজনে “দৈনিক রাজশাহীর আলো”র ১৫ বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক: “সত্যের সন্ধানে” স্লোগানকে ধারণ করে রাজশাহীর বহুল প্রচারিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকার ১৫ বর্ষপূর্তি ও ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, গুণিজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদ (কেন্দ্রীয় কমিটি) ঢাকা সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক আজিবার রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মীর তোফায়েল হোসেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, অবসরপ্রাপ্ত বিচারক মো. আরেফিন, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক লায়ন্স ডা. এ. এম- এ মানান, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহাবুদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি আবু কাওসার মাখন।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহীর আলো’র নির্বাহী সম্পাদক ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি (নিরো) ও
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ও আরটিভি প্রতিনিধি মোস্তফিজ রকি, মোহনপুর মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শাহিন সাগর, মহানগর জাসাস সভাপতি এ্যাড. রজব আলী, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ জীবন, কোষাধক্ষ্য মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক আরেফিন নিহাল, নির্বাহী সদস্য মশিউর রহমান, সদস্য সিরাজুল ইসলাম রনি, এবং রাজশাহীর আলো পত্রিকার উপদেষ্টা পরিষদ সদস্য ও বিশাল কনফেকশনারির স্বত্বাধিকারী আলহাজ্ব আবু বাক্কার আলী, যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক কাজি আসাদুর রহমান টিটু, রাজশাহীর আলো পত্রিকার স্পোর্টস রিপোর্টার রফিকুল ইসলাম স্বাধীন, জাতীয় মৎস্যজীবি সমিতি বাংলাদেশ সভাপতি সোলাইমান।

বক্তারা দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে অটল থেকে পাঠকের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে কেক কাটা, গুণিজন সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বর্ষপূর্তির এ আয়োজন সম্পন্ন হয়।

পিআর পদ্ধতি যারা চান তাদের জনগণের উপর আস্থা নেই: পারভেজ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৪ পিএম
পিআর পদ্ধতি যারা চান তাদের জনগণের উপর আস্থা নেই: পারভেজ

সোহেল সিকদার মাদারীপুর।।

কুনিয়া ইউনিয়ন বি এন পি’র আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মাদারীপুর রাজৈর–০২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাওলাদার, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ–সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, কুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদশা মিয়া, কুনিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বাবলু হাওলাদার, মাদারীপুর জেলা ছাত্রদলের মো. ইকবাল হোসাইনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি) বক্তব্যে বলেন, “মদিনার ইসলামই আমাদের আমাদের ইসলাম—এর বাইরে আর কোনো ইসলামের প্রয়োজন নেই।” তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি যারা চান, তাদের জনগণের উপর আস্থা নেই।”