শ্রীলঙ্কা টেস্টে এনামুল বিজয়ের ধারাবাহিক ব্যর্থতা
দুইবার জীবন পেয়েও শূন্য রানে ফিরলেন বিজয়

আবারো হতাশ করলেন বিজয়
শ্রীলঙ্কা সফর বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয়ের জন্য ক্রমশ দুঃস্বপ্নে রূপ নিচ্ছে। এনামুল হক শ্রীলঙ্কা টেস্ট এর দ্বিতীয় ইনিংসেও দুইবার জীবন পেয়েও শূন্য রানে ফিরলেন বিজয়, রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডোর দুর্দান্ত বোলিংয়ে ১০ বল খেলে বোল্ড হয়ে ফিরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান, স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই।
দুইবার জীবন পেয়েও সুযোগ হাতছাড়া
দুইবার জীবন পেয়েও শূন্য রানে ফিরলেন বিজয় । এনামুল হক শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের তৃতীয় ওভারে এনামুল দুইবার ভাগ্যের সহায়তায় বেঁচে গিয়েছিলেন। আসিথা ফার্নান্ডোর প্রথম বলে স্লিপে ক্যাচ তুলে দিলেও উইকেটকিপার কুশল মেন্ডিস তা ধরতে ব্যর্থ হন। পরের বলেও স্লিপে আরেকটি ক্যাচ ওঠে, কিন্তু বল নিচু হয়ে যাওয়ায় দ্বিতীয়বারের মতো জীবন পান তিনি। তবে এই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি এনামুল। ফার্নান্ডোর পরের ওভারে অফ স্টাম্পের বাইরের একটি বল পাঞ্চ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে বল টেনে আনেন, ফলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।
গল টেস্টে ধারাবাহিক ব্যর্থতা
এনামুল হক শ্রীলঙ্কা টেস্ট এ এনামুলের ব্যাটিং পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রান করেন। এবারও শূন্য রানে ফিরলেন। মোট তিন ইনিংসে ৪০ বল খেলে তার সংগ্রহ মাত্র ৪ রান। এই ধারাবাহিক ব্যর্থতা তার ক্যারিয়ারের উপর প্রশ্ন তুলছে এবং সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।
কলম্বো টেস্টে বাংলাদেশের নতুন শুরু
শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হয়েছে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে। গল টেস্টের মতো এবারও টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে। টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, জাকের আলীর পরিবর্তে দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, আর চোটের কারণে ছিটকে গেছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কার হয়ে লাল বলে অভিষেক হচ্ছে অলরাউন্ডার সোনাল দিনুশার।
বাংলাদেশ একাদশ
-
সাদমান ইসলাম
-
এনামুল হক
-
মুমিনুল হক
-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
-
মুশফিকুর রহীম
-
লিটন দাস (উইকেটকিপার)
-
মেহেদী হাসান মিরাজ
-
নাঈম হাসান
-
তাইজুল ইসলাম
-
নাহিদ রানা
-
ইবাদত হোসেন
শ্রীলঙ্কা একাদশ
-
পাথুম নিশাঙ্কা
-
লাহিরু উদারা
-
দিনেশ চান্ডিমাল
-
ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক)
-
কামিন্দু মেন্ডিস
-
কুশল মেন্ডিস (উইকেটকিপার)
-
সোনাল দিনুশা
-
থারিন্দু রত্নায়েকে
-
প্রবাথ জয়সুরিয়া
-
বিশ্ব ফার্নান্ডো
-
আসিথা ফার্নান্ডো