বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

গুগল পিক্সেল-১০ বাজারে আসছে: দাম, ফিচার ও নতুন কী থাকছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:১৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
গুগল পিক্সেল-১০ বাজারে আসছে: দাম, ফিচার ও নতুন কী থাকছে

টেক জায়ান্ট গুগল আনছে তাদের নতুন স্মার্টফোন গুগল পিক্সেল-১০। নিউ ইয়র্কে আয়োজিত “Made by Google” ইভেন্টে আনুষ্ঠানিকভাবে ফোনটি উন্মোচন করা হবে। ভারতের বাজারে পাওয়া যাবে বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) থেকে। তবে বাংলাদেশে এখনো গুগল পিক্সেলের কোনো অফিসিয়াল সেলস সেন্টার নেই।

গুগল পিক্সেল-১০ এর ভ্যারিয়েন্ট

গুগল জানিয়েছে, প্রথমে বাজারে আসছে পিক্সেল-১০, এরপর ধাপে ধাপে আরও তিনটি ভ্যারিয়েন্ট আসতে পারে:

  • পিক্সেল-১০ প্রো
  • পিক্সেল-১০ প্রো এক্সএল
  • পিক্সেল-১০ প্রো ফোল্ড

সব ভ্যারিয়েন্টেই থাকবে গুগলের নতুন Tensor G5 চিপসেট, সাথে কাস্টম ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP)। ফলে ছবি ও ভিডিওর মান আগের তুলনায় অনেক উন্নত হবে।

ক্যামেরা ফিচার

ক্রেতাদের প্রধান আকর্ষণ সবসময়ই ক্যামেরা। পিক্সেল-১০ ও প্রো ফোল্ডে থাকছে:

  • আল্ট্রা-ওয়াইড সেন্সর (যেটি পিক্সেল-৯ এ ব্যবহার করা হয়েছিল)
  • টেলিফটো পেরিস্কোপ লেন্স
  • উন্নত নাইট মোড এবং ভিডিও স্ট্যাবিলাইজেশন

চার্জিং ও ব্যাটারি

সব মডেলই সমর্থন করবে Qi-2 Magnetic Wireless Charging। দ্রুত চার্জিং সুবিধা থাকায় অল্প সময়েই ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে।

ডিজাইন ও রঙ

গুগল এবার নিয়ে আসছে একাধিক কালার অপশন:

  • রয়াল ব্লু
  • হলুদ
  • হালকা বেগুনি
  • গাঢ় ধূসর

গুগল পিক্সেল-১০ এর দাম

  • ভারতের বাজারে দাম: আনুমানিক ₹৭৫,০০০ – ₹৮০,০০০
  • যুক্তরাষ্ট্রে দাম:
    • ১২৮ জিবি ভ্যারিয়েন্ট: $৭৯৯
    • ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট: $৮৯৯

সারসংক্ষেপ

গুগল পিক্সেল-১০ শুধু একটি স্মার্টফোন নয়, বরং প্রযুক্তির নতুন দিগন্ত। নতুন চিপসেট, উন্নত ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং এবং আকর্ষণীয় ডিজাইন—সব মিলিয়ে এটি প্রযুক্তিপ্রেমীদের জন্য হতে যাচ্ছে একটি বিশেষ চমক।

বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম
বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদকব।। রিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট রোড এলাকার পপুলার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি ইনচার্জ (এসআই) গোলাম মোঃ নাসিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নগরীর পোর্ট রোডে অবস্থিত পপুলার হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে। তারই সূত্র ধরে বুধবার রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, নগরীর পোর্ট রোড ও লঞ্চঘাট এলাকার আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। সে মোতাবেক বুধবার রাতে পপুলার হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নগরীর কোন হোটেলেই অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া হবে না। এমন অভিযোগ পেলে অভিযান চালানো হবে।’

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লেখক-কবি ও সাংবাদিক এস এম পলাশ গুরুতর আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫১ পিএম
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লেখক-কবি ও সাংবাদিক এস এম পলাশ গুরুতর আহত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাকেরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, লেখক, কবি, সাংবাদিক, পরিচালক রূপসী টিভি, বাংলা টিভির প্রতিনিধি এবং ঢাকা সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম পলাশ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকেল পাঁচটার দিকে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডের উত্তর পাশে যুগি বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সামনে হঠাৎ একটি কুকুর পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি এস এম পলাশের মোটরসাইকেলের উপর উঠে যায়।

দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে তিনি বরিশাল শেরই বাংলা মেডিকেলে অর্থোপেডিক বিভাগে  চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার নির্দেশদাতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৭ পিএম
নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার নির্দেশদাতা গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লা (৩৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার লতিফ মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি গ্রামের মাওলানা বাহাউদ্দিনের ছেলে। এ ছাড়া একই মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম অভি মন্ডল রঞ্জু (২৯)। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বাসিন্দা এবং বিল্লাল মন্ডলের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামি অপু কাজীর ১৬৪ ধারার জবানবন্দিতে লতিফ মোল্লার নাম উঠে আসে। তার নির্দেশেই কবর থেকে নুরাল পাগলার মরদেহ উত্তোলন করা হয়েছিল। পরে অভিযান চালিয়ে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, লতিফ মোল্লা নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, জখম, হত্যা এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সোমবার গভীর রাতে নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেন। এতে অজ্ঞাতনামা সাড়ে তিন থেকে চার হাজার জনকে আসামি করা হয়েছে।