বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

ফেসবুক কনটেন্ট মনিটাইজেশনের নতুন শর্ত (Facebook Content Monetization New Rules 2025)

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১:১৮ এম ই-পেপার প্রিন্ট ভিউ
ফেসবুক কনটেন্ট মনিটাইজেশনের নতুন শর্ত (Facebook Content Monetization New Rules 2025)

ফেসবুক কনটেন্ট মনিটাইজেশনের নতুন শর্ত (Facebook Content Monetization New Rules 2025)

ফেসবুকের Monetization Policy 2025 অনুযায়ী এখন থেকে শুধু ফলোয়ার সংখ্যা বা ভিডিও ভিউ থাকলেই Monetization পাওয়া যাবে না। আগের নিয়মে যেখানে 5,000 followers এবং 60,000 watch minutes পূরণ করলেই Monetization চালু হতো, সেখানে নতুন নিয়মগুলো অনেক বেশি কঠোর এবং বিস্তারিত।

প্রতিটি Content Creator এর জন্য এই শর্তগুলো জানা অত্যন্ত জরুরি, যাতে মনিটাইজেশন পেতে সমস্যা না হয়।


১. ভিডিও দৈর্ঘ্য ন্যূনতম ১৫ সেকেন্ড (Minimum Video Length 15 Seconds)

ফেসবুকের নতুন নিয়মে Reels বা Short Videos কমপক্ষে 15 seconds হতে হবে। এর কম হলে ভিডিও Monetization এর যোগ্য হবে না।

২. কপিরাইট মুক্ত কনটেন্ট (Copyright-Free Content Required)

আপনার ভিডিওতে অন্য কারো ভিডিও ক্লিপ, গান, সাউন্ড ইফেক্ট বা থার্ড পার্টির কোনো উপাদান ব্যবহার করা যাবে না।
Copyright Violation হলে Monetization বাতিল হতে পারে। বিস্তারিত জানতে পারেন ফেসবুকের অফিসিয়াল পলিসিতে Facebook Monetization Policies.

৩. ব্র্যান্ডেড কনটেন্ট থেকে আয় নয় (No Earnings from Branded Content)

যদি ভিডিওতে কোনো ব্র্যান্ডের পণ্য বা সেবা রিভিউ বা প্রমোশন করা হয়, সেটি ব্র্যান্ডেড কনটেন্ট ধরা হবে এবং Monetization বন্ধ থাকবে।

৪. অশালীন বা আপত্তিকর ভাষা নিষেধ (No Obscene or Offensive Language)

গালিগালাজ, সহিংসতা, প্রাপ্তবয়স্ক বিষয় বা Community Standards ভঙ্গকারী ভাষা Monetization-এর জন্য নিষিদ্ধ।

৫. অন্য পেজের ভিডিও ক্রস-পোস্ট নয় (No Cross-Posting Other Pages’ Videos)

ভিডিও অবশ্যই ১০০% নিজের তৈরি হতে হবে। অন্য পেজ বা ক্রিয়েটরের ভিডিও ক্রস-পোস্ট করলে Monetization পাওয়া যাবে না।

৬. ভিডিও ডিলিট করা যাবে না (No Deleting Monetized Videos)

Monetization পাওয়ার পর ভিডিও ডিলিট করলে বা আনপাবলিশ করলে Monetization প্রক্রিয়ায় সমস্যা হতে পারে।

৭. অ্যাড ডিজেবল নয় (Ads Must Be Enabled)

নিজে থেকে বিজ্ঞাপন বন্ধ করলে Monetization পাওয়া যাবে না।

৮. থার্ড পার্টি অ্যাপ দিয়ে এঙ্গেজমেন্ট নয় (No Fake Engagement Tools)

ফেসবুক Third-Party Apps বা Services দিয়ে ভুয়া ভিউ, লাইক বা ফলোয়ার বাড়ানো কঠোরভাবে নিষিদ্ধ এবং শনাক্ত হলে Permanently Monetization বন্ধ হবে।


🚫 মনিটাইজেশন পেতে চাইলে করণীয় নয় (What to Avoid for Monetization)

  • অন্যের কপিরাইটযুক্ত গান বা ভিডিও ক্লিপ ব্যবহার করা
  • ভুয়া এঙ্গেজমেন্ট (views, likes, followers) বাড়ানো
  • ব্র্যান্ড প্রমোশন গোপন রাখা
  • আপত্তিকর ভাষা ব্যবহার
  • একই ভিডিও একাধিক পেজে কোলাবোরেশন করে পোস্ট করা

অফিসিয়াল (Official Reference)

Facebook Monetization Eligibility Standards
Facebook Community Standards

বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম
বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদকব।। রিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট রোড এলাকার পপুলার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি ইনচার্জ (এসআই) গোলাম মোঃ নাসিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নগরীর পোর্ট রোডে অবস্থিত পপুলার হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে। তারই সূত্র ধরে বুধবার রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, নগরীর পোর্ট রোড ও লঞ্চঘাট এলাকার আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। সে মোতাবেক বুধবার রাতে পপুলার হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নগরীর কোন হোটেলেই অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া হবে না। এমন অভিযোগ পেলে অভিযান চালানো হবে।’

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লেখক-কবি ও সাংবাদিক এস এম পলাশ গুরুতর আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫১ পিএম
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লেখক-কবি ও সাংবাদিক এস এম পলাশ গুরুতর আহত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাকেরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, লেখক, কবি, সাংবাদিক, পরিচালক রূপসী টিভি, বাংলা টিভির প্রতিনিধি এবং ঢাকা সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম পলাশ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকেল পাঁচটার দিকে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডের উত্তর পাশে যুগি বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সামনে হঠাৎ একটি কুকুর পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি এস এম পলাশের মোটরসাইকেলের উপর উঠে যায়।

দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে তিনি বরিশাল শেরই বাংলা মেডিকেলে অর্থোপেডিক বিভাগে  চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার নির্দেশদাতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৭ পিএম
নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার নির্দেশদাতা গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লা (৩৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার লতিফ মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি গ্রামের মাওলানা বাহাউদ্দিনের ছেলে। এ ছাড়া একই মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম অভি মন্ডল রঞ্জু (২৯)। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বাসিন্দা এবং বিল্লাল মন্ডলের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামি অপু কাজীর ১৬৪ ধারার জবানবন্দিতে লতিফ মোল্লার নাম উঠে আসে। তার নির্দেশেই কবর থেকে নুরাল পাগলার মরদেহ উত্তোলন করা হয়েছিল। পরে অভিযান চালিয়ে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, লতিফ মোল্লা নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, জখম, হত্যা এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সোমবার গভীর রাতে নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেন। এতে অজ্ঞাতনামা সাড়ে তিন থেকে চার হাজার জনকে আসামি করা হয়েছে।