কামারখালী ডিগ্রী কলেজের ছাত্রীকে অপহরণ করায় পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা।
বাকেরগঞ্জে কলেজের ছাত্রীকে অপহরণ করায় পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা

বাকেরগঞ্জ কামারখালী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী কে অপহরণ করায় ৫ জনের বিরুদ্ধে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাকেরগঞ্জ থানার ওসিকে এফ আই আর কারবার নির্দেশন দেন। রোববার বরিশালের ওই আদালতের বিচারক ওই নির্দেশ দেন। বাকেরগঞ্জের ৩ নং দাড়িয়াল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাবিবুর রহমান বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।
যাদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হয়েছে তারা হচ্ছে বাকেরগঞ্জের ৩ নং দাড়িয়াল ইউনিয়নের মোহাম্মদ সিয়াম খান, মোঃ সাকিব গাজী, মোঃ আনোয়ার হোসেন খান, পারুল বেগম, নাসির উদ্দিন। বাদি মামলায় উল্লেখকরেন তার মেয়ে বাকেরগঞ্জ কামারখালী ডিগ্রী কলেজে থেকে আইএ পরীক্ষা দেবে। মামলার এক নাম্বার আসামি সিয়াম খান বাদির কন্যাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে গত ১৭ই জুলাই সিয়াম খানসহ অন্যান্য আসামিরা বাদির কন্যাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে রোববার বাদী আদালতে মামলা করলে বিচারক মামলাতে আমলে নিয়ে উপরোক্ত নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি অজিবর রহমান।