বরিশালের বাকেরগঞ্জে সোহেল খান নামের এক কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সোহেলকে গতকার গভীর রাতে বাড়ী থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে।
শনিবার (২৭ সেপ্টম্বর) রাতে উপজেলার কবাই ইউনিয়নের চর কবাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক সোহেল খান কবাই গ্রামের নূর ইসলাম হাওলাদারের ছেলে।
নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, গত ১৫ দিন আগে তার একটি বাচ্চা হয়েছে। সেজন্য তিনি শনিবার বাবার বাড়ীতে ছিলেন। ওইদিন রাত ১১ টার সময় প্রতিবেশী শাহিন হাওলাদার তার স্বামী সোহেলকে লোক মারফত বাড়ী থেকে ডেকে নেয়। এরপর গভীর রাতে বাড়ীর পার্শ্ববর্তী মসজিদের সামনে সড়কের উপরে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করে। পরিকল্পিত হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে রাত ১ টার সময় মসজিদে ডাকাত বলে মাইকিং করে মব সৃষ্টি করে। সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ জানান, নিহতের লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।









