বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে অবৈধ থ্রি হুইলারের বেপরোয়া গতি ভয়ংকর আতঙ্কে পরিণত হয়েছে।
প্রতিবন্ধকতার শিকার হচ্ছে বৈধ যানবাহন আর প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী যাত্রী সাধারণ।
একদিকে সরু সড়ক অপরদিকে যানবাহনের অতিরিক্ত চাপ তার মধ্যে আবার ভয়ংকর অবৈধ থ্রি হুইলারের বেপরোয়া গতির কারনে প্রতিমুহূর্তেই ঘটছে দুর্ঘটনা। সড়কে ঝরছে প্রাণ কেউ কি হচ্ছে পঙ্গু।
অদৃশ্য ইশারায় সড়কের দাপিয়ে বেড়াচ্ছে সবুজ রঙের উচ্চগতির সিএনজি, সড়কে নিয়ম তো মানছেই না বরং বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। কেউ এর প্রতিবাদ করলে আক্রমণের শিকার হতে হয় সঙ্ঘবদ্ধ এই চালকদের।
সড়কের নিরাপত্তার জন্য এবং অবৈধ যানবহন নিয়ন্ত্রণের জন্য দায়িত্বরত ট্রাফিক পুলিশ থাকলেও তাদের সামনেই বীরদর্পে চলছে এরা।
দূরপাল্লার পরিবহন চালকরা জানান এদের কারনে তাদের সড়কে এখন পরিবহন চালানো মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছে। পথচারীরা জানান সড়কের সবচেয়ে ভয়াবহ এবং বেপরোয়াগতির এই সিএনজি এখন মরণ আতঙ্ক, গত এক মাসে সাংবাদিক সহ স্কুল শিক্ষার্থী শিশু বৃদ্ধ নারী সহ বহু মানুষ হতাহত হয়েছে।
সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা, ওভার স্পিড এর কারণে দন্ড দেয়া এ ধরনের কোনো কার্যক্রম এখনো চোখে পড়েনি। ভুক্তভোগীরা মনে করছেন এদের নিয়ন্ত্রণ করতে না পারলে প্রতিদিন বহু প্রাণ ঝরবে এবং মানুষ পঙ্গু হবে।
প্রশাসন এদের বিরুদ্ধে দূরত্ব পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা করছে জনসাধারণ।









